তীব্র তাপপ্রবাহের কারণে সৃষ্ট দাবানলে ফ্রান্স দক্ষিণ-পশ্চিম জিখন্দ জেলার লা টেস্ট দু বোস ও কেজু শহরের বন বিভাগের কমপক্ষে সাড়ে ১০ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । রবিবার দুপুর পযর্ন্ত আগুন নিয়ন্ত্রহীন অবস্থায় রয়েছে। জিখন্দ জেলার ১৫ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে দমকলকর্মীরা হিমশিম খাচ্ছেন। উপ-প্রিফেকচার (উপজেলা প্রসাশন) থেকে জানানো হয়েছে ১২ শ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে ।