সংকট থাকায় দেশে দিনদিন বাড়ছে ডলারের দাম। বিপরীতে পতন হচ্ছে টাকার মান। দাম বাড়ার এ ধারায় কার্ব মার্কেট বা খোলা বাজারে সোমবার (৮ আগস্ট) ১ ডলার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১৩ থেকে ১১৫ টাকা।
খোলা বাজারে এক ডলার বিক্রি হচ্ছে ১১৩ টাকা থেকে ১১৫ টাকা ৫০ পয়সায়। রোববার (৭ আগস্ট) ১ ডলার বিক্রি হয়েছিল ১১০ থেকে ১১১ টাকায়।
মতিঝিলের খুচরা ডলার ব্যবসায়ী বেলাল জানান, খোলা বাজারে ডলারের চাহিদা বেশি, সরবরাহ কম। তীব্র সংকট চলছে। সে কারণেই দর বেড়েছে। আজকে নগদ ডলার বিক্রি করছি ১১৫ টাকা থেকে ১১৫ টাকা ৫০ পয়সা। কিনছি ১১৩ টাকা থেকে ১১৪ টাকায়। একই কথা জানালেন আরেক ব্যবসায়ী বাচ্চু মিয়া।
পাইনিওর এক্সচেঞ্জ হাউজে ডলারের দাম জানতে চাইলে দায়িত্বরত কর্মী জানান, আজ সর্বোচ্চ ১১৫ টাকায় বিক্রি হয়েছে। তবে এখন ডলার নেই। চাইলে অন্য হাউজ থেকে এনে দিতে হবে।