মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত বোবারথল এলাকার ৬০ ঘরি গ্রামের বাসিন্দা বাবুল আহমদ নামে একব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিন জন।
শনিবার(২৭ আগষ্ট) অনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় সময় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সম্মুখে দুই মটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত, মোহাম্মদ নগরের বাসিন্দা মরহুম আব্দুর নুর সাহেবের চতুর্থ ছেলে ও মোহাম্মদ নগর বাজারের ব্যবসায়ী জামাল আহমদের ছোট ভাই বাবুল আহমদ।
জানা যায়, বাবুল আহমদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাত প্রায় দুই ঘটিকার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাহার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।