শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া পৌর প্রশাসকের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহে ব্যাপক সাড়া ফেলেছে পাড়া মহল্লায়  কুলাউড়ায় ভূমি অফিসের ২ কোটি টাকার দখলকৃত জায়গা উদ্ধার চালু হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর কুলাউড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কয়েছ গ্রেপ্তার কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ ৫ জন গেপ্তার কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে কুলাউড়া বরমচালে ফ্রেন্ডস ক্লাবের কমিটি গঠন, সভাপতি আসাদ – সম্পাদক খালেদ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচিত “খসরু-সুয়েব”পরিষদের অভিষেক ৫ মে

কুলাউড়ায় ৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

কুলাউড়ায় ৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
পরিষদের উপজেলা কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য বিচিত্র রঞ্জন দে-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরা দে-এর পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বেনু মাধব শীল, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অরবিন্দু ঘোষ, সাবেক সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, ঐক্য পরিষদের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক যাদবেন্দ্র রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সদস্য সাংবাদিক স্বপন কুমার দেব রতন, ঐক্য পরিষদের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার কান্তি দে চৌধুরী, প্রচার সম্পাদক অশোক চন্দ, কোষাধ্যক্ষ জ্যোতি বিকাশ দেব, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব অজয় দাস, পৌর কমিটির সদস্য সচিব গবিন্দ দে, টিএসএস-এর যুগ্ম আহবায়ক বিজন দাস, আদিবাসী নেতা পিটার উরাম, আদিবাসী নেত্রী হেপি উরাম, জয়চণ্ডী ইউপি মহিলা মেম্বার সাবিত্রী রাজভর প্রমুখ।
এদিকে, গণ-অনশনের খবর পেয়ে বেলা ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম ও মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh