বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যুবতীকে কু’পি’য়ে আহত কুলাউড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী মঙ্গলবার, চলছে প্রস্তুতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা কায়ছল কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শুভসংঘের ঈদ উপহার কুলাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এড. আবেদ রাজা কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান ঈদ শুভেচ্ছা জানিয়েছেন  ব্যবসায়ীসহ সর্বস্থরের নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সজল নেতাকর্মীসহ কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মহিউদ্দিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শকু

পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল আলিফ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশু আলিফ (৮) তার পরিবারকে ফিরে পেল। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শিশুটিকে তার বাবার কাছে তুলে দিয়েছে পুলিশ। 

এর আগে, দুপুর ২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের ফেসবুক আইডি থেকে শিশুটির মা-বাবার সন্ধান চেয়ে আলিফের ছবিসহ একটি স্ট্যাটাস দেয়া হলে তিন ঘণ্টার মধ্যেই তার পরিবারের সন্ধান পেয়ে যায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি-তদন্ত ফারুক হোসেন জানান, নগরীর দিঘারকান্দা এলাকায় শিশু আলিফ তার মা-বাবাকে হারিয়ে কান্নাকাটি করছিল। খবর পেয়ে ওই শিশুটিকে উদ্ধার করে থানায় এনে রাখা হয়। পরে শিশুটির সঙ্গে কথা বলে জানা গেছে তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার থানা মোড় এলাকায়। তার বাবার নাম কামাল এবং মায়ের নাম সুলতানা। 

ফারুক হোসেন আরও বলেন, শিশুটির পরিবারকে খুঁজে পেতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি ঝিনাইগাতী থানায় যোগাযোগ করি। পরে তারা শিশুটির বাবাকে খুঁজে বের করে আমাদের কাছে পাঠায়। এরপর বিকেলে বাবার কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশুটি পথ ভুলে বাসে করে ময়মনসিংহে চলে এসেছিল বলে জানান এ কর্মকর্তা। 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh