তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ আফ্রিকা গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। এ সময় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন তিনি।
২৩ আগস্ট (সোমবার) সন্ধ্যায় প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী নেতারা। সরকারের চলমান কার্যক্রম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা।
বক্তব্যরা প্রবাসীদের নানা সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. লুৎফর রহমান রূপম, আব্দুল আওয়াল তানসেন, বাদল মৃধা, মেরাজ মিয়া, তাজুল ইসলাম জনি, আমির আলী, মনসুর, রেজাউল করিম ফারুক, ড. মমতাজ আলী প্রমুখ।
মতবিনিময় সভায় প্রবাসীসহ শতাধিক আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।