বেলজিয়ামে সফররত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ফ্রান্স আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল । বৃহস্পতিবার বিকালে ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের IPM মিটিং শেষে কর্নেল (অব.) ফারুক খানের তারা সাক্ষাৎ মিলিত হন । একটি প্রতিনিধি দলে ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি সুনাম উদ্দিন খালেক, সাধারন সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি নুরুল আবেদীন ও দপ্তর সম্পাদক কামরুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু, জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান, সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল, বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকি রুবেল, জার্মান বাংলা প্রেসক্লাবের সভাপতি খান লিটন।