ফ্রান্সে বাধ্যতামূলক করোনা ভাইরাসের টিকা ও স্বাস্থ্য পাসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শনিবার এই বিক্ষোভে দেড় লাখেরও বেশি মানুষ অংশ নেয় । প্যারিস পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, বিক্ষোভকারীরা প্যারিসে চারটি স্থানে জড়ো হয়ে এই বিক্ষোভে অংশ নেয় । জনশৃঙ্খলার বিঘ্ন এড়াতে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল রাজধানী প্যারিসে। এছাড়াও প্যারিসের বাহিরে লিল, মার্সেই, মন্টপেলিয়ার, বোর্দো, নিইস, স্ট্রাসবুর্গ সহ বড় শহরে বিক্ষোভ হয় । বিক্ষোভকারীদের বলছে, সরকারের এই সিদ্ধান্ত ব্যক্তি স্বাধীনতার মারাত্মক লঙ্ঘন। করোনা সংক্রমণ ঠেকাতে ফ্রান্স সরকার নির্দিষ্ট পেশার মানুষদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। সরকারের নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধেও বিক্ষোভ চলেছ টানা তৃতীয় সপ্তাহের মতো । এ বিক্ষোভে যারা অংশ নিয়েছিলেন তারা মূলত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ওপর ক্ষুব্ধ।