শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। তারই অংশ হিসেবে কুলাউড়া পৌরসভায় শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা স্বরূপ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, ১ জানুয়ারি বিকালে কুলাউড়া পৌরসভা কার্যালয়ে ৯টি ওয়ার্ডের সাড়ে ৪ শত শীতার্ত মানুষকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুর রহমান খোন্দকার। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, ২নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছার আরিফ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সুলতানা বেগম লাইলী, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারি প্রকৌশলী কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছাত্তার চৌধুরী প্রমুখ।