শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিমপুর মাদ্রাসায় হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন  ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবির গ্রেপ্তার কুলাউড়ায় হিউম্যানিটি রক্তদান সংস্থার শুভ সূচনা কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্ঠিত কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মখলিছ মিয়া কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ‘ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন মৌলভীবাজার জেলা শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি বিশ্বজ্যোতি , সম্পাদক ইমাম নির্বাচিত

কুলাউড়া প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সম্পাদক ইমাম হোসেন নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে একটানা বেলা ২টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের শ্রীঙ্গলে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে।

কার্যকারী পরিষদের ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। মোট ৩৮টি জন সদস্যদের মধ্যে ৩৬জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাকি দুজন সদস্য দেশের বাহিরে অবস্থান করায় তারা ভোটে অংশ গ্রহন করতে পারেনি। নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন সোহেল নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি-১ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সহসভাপতি-২ পদে আবুল ফজল আব্দুল হাই ডন। যুগ্ন সাধারণ সম্পাদক-১ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ইয়াসিন আরাফাত রবিন, ২ পদে সৈয়দ আবুজাফর সালা উদ্দিন, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো: এহসানুল হক, সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে নির্বাচিত হয়েছেন মামুন আহমদ। এছাড়া সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো: শাকির আহমদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রাকিব, আবুজার রহমান বাবলা, এদিকে সহ সম্পাদক (দপ্তর) পদে কোনো প্রার্থী না থাকায় পুনরায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন এম.মুসলিম চৌধুরী ও সহ সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন। প্রেসক্লাবের নির্বাচন পরিদর্শন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজ সেবা অফিসার মো: সোয়েব হোসেন চৌধুরী। ভোট শেষে ফলাফল ঘোষনাকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো: লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো: কামাল হোসেন প্রমূখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh