সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২৫ হাজার কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি কুলাউড়ায় যুবলীগের সহ সভাপতি রূহুল আমিন আটক ফেনী ও নোয়াখালীর বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরা হলো জলবায়ু সম্মেলনে কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা- ১৪ টি যানবাহন জব্দ  বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত কুলাউড়ার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রামপুলিশদেরও ভূমিকা রাখতে হবে – অতি: পুলিশ সুপার কামরুল হাসান বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর উদ্যোগে কুলাউড়ায় বন্যার্থদের মধ্যে নগদ অর্থ প্রদান তরুণ সংবাদকর্মী সুনিমের প্রবাস যাত্রা উপলক্ষে সম্মাননা প্রদান কুলাউড়ায় বোরো চাষের জন্য ব্যক্তিগত উদ্যোগে বাঁধ

কুলাউড়ায় ব্যাংকে টাকা তুলতে গিয়ে মসুদ জানলেন তিনি মৃত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

কুলাউড়ায় সম্প্রতি বিদেশ থেকে এক আত্মীয়ের পাঠানো টাকা তুলতে ব্যাংকে যান ব্যবসায়ী মসুদ আহমদ। টাকা তুলতে মসুদ তার জাতীয় পরিচয়পত্রের কপি ব্যাংক কর্মকর্তাকে জমা দিলে তিনি অনলাইনে জাতীয় পরিচয়পত্রের নম্বর যাচাই করে দেখেন, মসুদ কয়েক মাস আগেই ‘মারা গেছেন’। এ অবস্থায় ব্যাংক থেকে মসুদকে টাকা দিতে অপারগতা জানানো হয়।

মসুদ উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাঁও গ্রামের বাসিন্দা। ওই ইউনিয়নের , স্থানীয় পাইকপাড়া বাজারে তার একটি রেস্তোরাঁ রয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে মসুদ বিষয়টি মুঠোফোনে জানান। তিনি আরও জানান, ২০১৮ সালের ৩১ মে তার নামে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। সপ্তাহখানেক আগে জরুরি কাজের জন্য এক আত্মীয় তার নামে বিদেশ থেকে টাকা পাঠান। টাকা তুলতে তিনি মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত একটি ব্যাংকে যান। তবে নির্বাচন কমিশনের সার্ভারে নিজেকে ‘মৃত’ উল্লেখ করা দেখে বিস্মিত হন। পরে তিনি সার্ভার থেকে বিস্তারিত তথ্য ডাউনলোড করেন।
নির্বাচন কমিশনের সার্ভার থেকে ডাউনলোড করা তথ্য অনুযায়ী, মসুদের জন্ম ১৯৮১ সালের ২০ ফেব্রুয়ারি। সেখানে মসুদের ‘স্ট্যাটাস’ মৃত উল্লেখ করা। ২০২২ সালের ১৬ নভেম্বর মসুদের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মৌলভীবাজার থেকে ফিরে গত বুধবার তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে ‘জীবিত’ এই মর্মে সনদ সংগ্রহ করেন। পরে বৃহস্পতিবার তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জাতীয় পরিচয়পত্রের সংশোধনের জন্য আবেদন জমা দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার সময় সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীর ভুলের কারণে অথবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh