অমর একুশে বইমেলার ১৪তম দিনে একটি বই নিষিদ্ধ করেছে বইমেলার জন্য গঠিত টাস্কফোর্স কমিটি। মঙ্গলবার বিকেলে নালন্দার স্টল থেকে বইটি তুলে নেওয়া হয়েছে। জান্নাতুন নাঈম প্রীতির লেখা ‘জন্ম ও যোনির ইতিহাস’ বইটি বিক্রি বন্ধ করা হয়েছে।
বইমেলার টাস্কফোর্সের সভাপতি অসীম কুমার জানান, মেলায় বই বিক্রি ও প্রদর্শন না করার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এই বইয়ে বইমেলার নীতিমালা পরিপন্থী নানা বিষয় উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত আক্রমণ এবং কয়েকজন পরিচিত ব্যক্তিকে নিয়ে আপত্তিকর মন্তব্য। প্রকাশনা প্রতিষ্ঠানটিও এ বিষয়ে একমত হয়েছে। তারা মেলায় এ বই বিক্রি ও প্রদর্শন করবে না বলে টাস্কফোর্সকে জানিয়েছে।
দেশের জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দিকে নারী কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন তরুণ লেখিকা জান্নাতুন নাঈম প্রীতি। ফ্রান্সে থাকা এই লেখিকা আত্মজীবনীমূলক বই ‘জন্ম ও যোনির ইতিহাস’র পাতায় তুলে ধরেছেন অনেক অজানা কথা। অমর একুশে বইমেলায় প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। শুধু বাংলাদেশেই নয়, বইটি প্রকাশ হয়েছে কলকাতার বইমেলায়ও। আর বিক্রি হচ্ছে দেদারসে।