কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ এর কর্ণধার মরহুম হাজী মোঃ শাইস্তা মিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (৩০ আগস্ট) বাদ আছর বিজয়া বাজারস্থ ইক্বরা কেজি স্কুলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফাউন্ডেশনের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন পূর্ব গিয়াসনগর জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন। মরহুম হাজী মোঃ শাইস্তা মিয়ার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উনার সুযোগ্য সন্তান রাহাত হোসেন সিপার।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন গিয়াসনগর জামে মসজিদের ইমাম মাওলানা সেলিম আহমদ, বিজয়াবাজার মসজিদের ইমাম মাওলানা আবদুল আহাদ হারুন, হাফিজ মোজাহিদুল ইসলাম, বিশিষ্ট দলিল লেখক ও সার্ভেয়ার সোনাওর আলী ময়না, শিক্ষানবিশ আইনজীবী মোতাহির মিলন, বিশিষ্ট সমাজ সেবক এম এ জলিল, যুবলীগ নেতা আবুল কালাম প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মধ্যে শিরনী বিতরণ করা হয়।