কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, এমপি প্রতিনিধি হোসেন মনসুর প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, সরকার দেশের আউশ ফসলের অধিক উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় কুলাউড়া কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার পৌরসভাসহ ১৩ ইউনিয়নের ৩ হাজার ৮শ জন কৃষকের মধ্যে আউশ ধানের বীজসহ সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতি কৃষককে বিনামুল্যে ৫ কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিতরণ করা হবে বলে জানান তিনি।