কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামে বন্ধন প্রবাসী সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ২০০ জন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের কুয়েত শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির উপত্রান বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
বৃহস্পতিবার ৬ এপ্রিল বিকেলে বড়চেগ তাওয়াক্কুলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।
মাদ্রাসার সভাপতি আব্দুস সামাদ খানের সভাপতিত্বে এবং বন্ধন প্রবাসী সংস্থার সভাপতি মোহাম্মদ নুরুল আমীন বখশ ও সাধারন সম্পাদক আব্দুল মোত্তালেব এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, ৭নং চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান মো. আখতার উদ্দিন, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, এনটিভি ইউরোপ প্রতিনিধি পিন্টু দেবনাথ, ১নং রহিমপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মাহমুদ আলী, যুক্তরাজ্য আওয়ামীলীগ সুয়ানসী শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মকবুল, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলেমান মিয়া, বন্ধন প্রবাসী সংস্থার ত্রাণ বিষয়ক সম্পাদক কাতার প্রবাসী মতিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রাহী, সাংগঠনিক সম্পাদক জমির মোল্লা জুনু, বন্ধন প্রবাসী সংস্থার কুয়েত শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির উপত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত, দপ্তর সম্পাদক শামসু উদ্দিন রানাসহ আরো অনেকে।
উল্লেখ্য, বন্ধন প্রবাসী সংস্থা দীর্ঘদিন ধরে সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটি ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় অসুস্থ মানুষের চিকিৎসা সেবা সহযোগিতা, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। আগামীতে সুদ মুক্ত ঋন প্রদান করে সেবা করার পরিকল্পনা রয়েছে।