কুলাউড়া পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া এক মাত্র আঞ্চলিক মহাসড়ক এই সড়ক দিয়ে কুলাউড়া, জুড়ী,বড়লেখা, বিয়ানীবাজার উপজেলার মানুষ যাতায়াত করেন তার উপর কুলাউড়া শহরের যত্রতত্র সিএনজি স্ট্যান্ড , এ কারণে যানজট লেগেই থাকতো, দীর্ঘদিনের সৃষ্ট যানজট নিরসনের জন্য পৌর শহরের দু’প্রান্তে দু’টি নির্ধারিত সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর উদ্যোগে কুলাউড়া উপজেলা প্রশাসন, কুলাউড়া থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকে উক্ত দু’টি সিএনজি স্ট্যান্ডের উদ্বোধন করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই, সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৩৫৯ উপজেলা শাখার সম্পাদক মো. সোহাগ মিয়া প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, ট্রাফিক ইন্সপেক্টর মো. সিরাজ, পৌর কাউন্সিলারবৃন্দসহ সিএনজি পরিবহন নেতৃবৃন্দ। জানা যায়, পৌর শহরের রাস্তার দু’পার্শ্বের যত্রতত্রভাবে অসংখ্য সিএনজি গাড়ি পার্কিং করে রাখার ফলে দীর্ঘদিনের সৃষ্ট যানজট নিরসনের জন্য কুলাউড়া শহরের দক্ষিণবাজারের ফুটবল মাঠ সংলগ্ন উছলাপাড়ায় ও উত্তরবাজারের উপজেলা হাসপাতালের সম্মুখে দু’প্রান্তে ২টি সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। এখন থেকে বিভিন্ন লাইনের সকল সিএনজি গাড়ি উক্ত ২টি স্ট্যান্ডে অবস্থান করবে। উক্ত দুটি স্ট্যান্ড থেকে শহরের ভেতরে বিভিন্ন লাইনের ১১টি স্ট্যান্ডে যাত্রী পরিবহনের জন্য প্রতি স্ট্যান্ডে ২ থেকে ৫টি গাড়ি অবস্থান করে যাত্রী নিয়ে তাদের গন্তব্যে যাতায়াত করবে। এতে করে শহরের ভেতরের যানজট নিরসন হবে বলে ভুক্তভোগীরা আশাবাদী। কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন জানান, শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে কুলাউড়া শহরের উছলাপাড়া ও উত্তরবাজারের হাসপাতালের সম্মুখে ২টি সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। ফলে এখন থেকে সকল সিএনজি গাড়ি রাস্তার ফুটপাতে পার্কিং না করে নির্ধারিত উক্ত দুই স্ট্যান্ডে অবস্থান করে তাদের গন্তব্যে যাতায়াত করবে। এছাড়া গত বুধবার থেকে লাইসেন্সবিহীন রিকশা, টেলা, ভ্যানগাড়ি পৌর শহরে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কুলাউড়া শহরকে যানজট মুক্ত রাখতে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ সকলের সহযোগিতা চেয়েছেন।