মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রাঙ্কো-বাংলা স্কুল এখন নতুন ঠিকানায় কুলাউড়ায় রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি খয়াজ, সম্পাদক রিপন, সাংগঠনিক সম্পাদক টিপু কুলাউড়া পৌর প্রশাসকের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহে ব্যাপক সাড়া ফেলেছে পাড়া মহল্লায়  কুলাউড়ায় ভূমি অফিসের ২ কোটি টাকার দখলকৃত জায়গা উদ্ধার চালু হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর কুলাউড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কয়েছ গ্রেপ্তার কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ ৫ জন গেপ্তার কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে

কুলাউড়া চ্যারিটি প্রতিষ্ঠান ভাটেরা জেনারেল হাসপাতালের উদ্বোধন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরা এলাকায় আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে সম্পূর্ণ অলাভজনক চ্যারিটি হাসপাতাল ভাটেরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯জুন) বিকেলে উপজেলার ভাটেরা জেনারেল হাসপাতাল সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আহমদ আল আমিন ও ডাঃ মিজানুর রহমান মামুনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মিকাইল সিপার।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার, সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ কে এম আখতারুজ্জামান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নুর, প্রফেসর ডাঃ সৈয়দ শহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শেখ বদরুল ইসলাম সিদ্দিকী নানু, ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, ভাটেরা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, ভাটেরা রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ মফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে হাসপাতালের ৩৫ ডিসিমেল ভূমি দানকারী সমাজসেবী কানাডা প্রবাসী ডা. সায়েফ আহমদের পক্ষে বক্তব্য রাখেন তাঁর ছেলে আহমদ সামিন জাওয়াদ। দাতা সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক জনাব এ কে এম মতিউর রহমান। কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাঃ আলিম উদ্দিন ও মোঃ জাফর উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহরের অদূরে প্রান্তিক জনপদের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভাটেরা জেনারেল হাসপাতাল অগ্রনী ভূমিকা পালন করবে তথা এ অঞ্চলের অগ্রগতিতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বক্তারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাজের উন্নয়নের স্বার্থে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় হাসপাতালের উন্নয়ন কার্যে ১০ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা ২৬ জন দাতা সদস্যকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে ফিতা কেটে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি সাবেক সচিব মিকাইল শিপারসহ অতিথিবৃন্দরা। পরে তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ৯ জুন হাসপাতালের উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৭’শত রোগীকে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। পুরো জুন মাস জুড়ে মেডিক্যাল চেকআপের সকল ডায়াগনস্টিক পরীক্ষায় ৫০% বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh