শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জিসাস কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় কুলাউড়ায় চুরির অপবাদ সইতে না পেরে তরুণের ‘আত্মহত্যা কুলাউড়ায় জিসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কায়ছল ইসলামকে সংবর্ধনা প্রদান  কুলাউড়ায় সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্য আটক কুলাউড়ায় পুশাইনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন কুলাউড়ায় ট্রাকসহ আড়াই লক্ষ টাকার আগর কাঠ জব্দ ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো ২১ দিনে জিসাস কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক কায়ছল ইসলামের সাথে জুড়ী উপজেলা নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কুলাউড়ায় কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন হেলাল আহমদ

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের নিহত ৩

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় কয়েকজন আহত হয়েছেন। রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান , ভাটেরা হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে ট্রেনের সঙ্গে একটি নোয়া গাড়ির সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ওসমানী হাসপাতলে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক হতাহতদের নাম-পরিচয় তিনি নিশ্চিত করতে না পারলেও সকলেই মাইক্রোবাসটির যাত্রী বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh