তালহা বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫তম ব্যাচের ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের কর্মকর্তা। তিনি নিউইয়র্কে ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ মিশনে কূটনীতিক হিসাবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বিভিন্ন পদে তিনি নির্বাচিত হয়েছেন। তার বর্ণাঢ্য কূটনীতিক ক্যারিয়ারে তেহরান ও লন্ডনেও বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি চিফ অব প্রটোকল হিসাবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া এবং মাল্টিলেটারেল ইকোনমিক অ্যাফেয়ার্স উইংয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তালহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি, এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ম্যালবোর্নে মনাশ বিশ্ববিদ্যালয় পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যা ও দুই পুত্রের জনক।