শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিমপুর মাদ্রাসায় হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন  ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবির গ্রেপ্তার কুলাউড়ায় হিউম্যানিটি রক্তদান সংস্থার শুভ সূচনা কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্ঠিত কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মখলিছ মিয়া কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ‘ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন মৌলভীবাজার জেলা শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

ট্রাকের ধাক্কায় ট্রেনযাত্রী জুড়ীর মাজেদের কবজি বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

 

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় এক যাত্রীর কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রেনযাত্রীর নাম মাজেদ খান (৩৫)। তিনি সিলেটের বাসিন্দা।

ঘটনার পর ট্রেন থামিয়ে আহত মাজেদকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত মাজেদের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয়রা জানান, রোববার রাতে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হলে কয়েক মিনিটের দূরত্বে মধুমিতা লেভেল ক্রসিং এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ধাক্কা লেগে ট্রাকটি ট্রেনটির দ্বিতীয় বগিতে আঘাত করে। এ সময় ট্রেনের জানালা দিয়ে বাইরে হাত রাখা যাত্রীর কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ‘ঘটনার কয়েক মিনিট আগে ট্রেনটি টঙ্গী রেলওয়ে পেরিয়ে যায়। পরে ওই এলাকায় একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়লে ট্রাকটিকে ধাক্কা দেয়।’

ট্রাকের ধাক্কায় ট্রেনযাত্রীর কবজি বিচ্ছিন্ন
ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ট্রাকটির চালক ও সহযোগী ট্রাক ফেলে পালিয়ে গেছেন।’

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh