বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ১৯ শে সেপ্টম্বর ফ্রান্সের প্যারিস শহর গাড়ি-মুক্ত দিবসের আয়োজন করা হয়েছে। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যান্ত্রচালিত যানবাহন চলাচল করবে না । নিষেধাজ্ঞা না মেনে গাড়ি চালালে ১৩৫ ইউরো জরিমানা গুনতে হবে । তবে মেট্টো রেলসহ জরুরী কাজে নিয়োজিত যানবাহন চলাচল করবে । প্যারিসের মেয়র অ্যান হিদালগো বলেছেন, এটির মূল লক্ষ্য নগরবাসীকে আরো মনোরম পরিবেশ উপভোগের সুযোগ সহ কম দূষিত করা, বাইক চালানোর জন্য উৎসাহিত করা । প্যারিসে এ নিয়ে ৭ম বারের মতো গাড়িমুক্ত দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হল ‘প্যারিসে গাড়ি ছাড়াই শ্বাস নিন’।
এছাড়াও বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে ফিলিপিন্স, ইতালি, বসনিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে পালন করা হয়েছে ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২১’। এ উপলক্ষে শনিবার বিশ্বের প্রায় ১৮০টি দেশের বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবক কর্মী ও পরিবেশবাদীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সমুদ্রসৈকত, পার্ক, রাস্তাঘাট পরিষ্কার করেন।
উল্লেখ্য; প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় শনিবার আয়োজন করা হয় বিশ্ব পরিচ্ছন্নতা দিবস।