শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন কুলাউড়ায় লংলা কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুণর্মিলনী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুলাউড়ায় এনসি স্কুলের ১১৬ বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন কুলাউড়ায় ইসলামিক সোসাইটির প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা – ২৪ সম্পন্ন কুলাউড়ায় সাংবাদিকসহ পাঁচ প্রবাসীকে সংবর্ধনা দিল প্রেসক্লাব কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই কুলাউড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের ১৯ আসনের ৯টিতে নৌকার মাঝিদের ঘুম নেই

ফারজানা আহমেদ
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

আসন সমঝোতায় পরও জাতীয় নির্বাচনে অন্তত ১০১ টি নৌকার আসনে বড় বাধা স্বতন্ত্র প্রার্থীরা। ভোটার উপস্থিতি বাড়াতে ও নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে স্বতন্ত্র প্রার্থীদের কোন চাপ দেবে না আওয়ামী লীগ । আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বতন্ত্র প্রার্থীদের উপর আওয়ামী লীগের কোন নিয়ন্ত্রণ নেই, স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে সবাই নির্বাচনে জয়ী হতে হবে । সারা দেশে ২৭টি নিবন্ধিত দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা। সিলেটের ১৯ আসনের ৯টিতে স্বতন্ত্র শক্ত প্রার্থী রয়েছেন । এসব স্বতন্ত্র প্রার্থীরা নৌকার মাঝিদের ঘুম কেড়ে নিয়েছেন।

সিলেট-৩ এ নৌকার হাবিবুর রহমানের সাথে লড়বেন জাতীয় পার্টির আতিকুর রহমান এবং  স্বতন্ত্র বিএমএ মহাসচিব ইশতেশামুল হক চৌধুরী।  সিলেট-৬ আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নৌকার প্রার্থী হয়েছেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন। সিলেট-৫ এ আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আঞ্জুমানে আল ইসলামের সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।

সুনামগঞ্জ-৫ আসনে নৌকা প্রতীকে বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক লড়াই করবেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শামীম আহমদের সঙ্গে। সুনামগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী রনজিৎ চন্দ্র সরকারের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন। সুনামগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে চৌধুরী আবদুল্লাহ আল-মাহমুদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী বর্তমান এমপি ড. জয়া সেনগুপ্তা।

মৌলভীবাজার-২ আসনে নৌকার শফিউল আলম, তৃণমূল বিএনপি প্রার্থী এমএম শাহীন এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ সলমানের মধ্যে ত্রিমুখী লড়াই হবে।

হবিগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর লড়াই হবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের সঙ্গে। হবিগঞ্জ-২ এ আওয়ামী লীগ প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী দলের চারবারের এমপি আবদুল মজিদ খানের সঙ্গে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh