ঢাকঢোল পিটিয়ে রাজনীতির মাঠে নামলেও ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত ৩ দলকে কোনো আসন ছাড়েনি আওয়ামী লীগ। তিনটি দলই নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনপ্রাপ্ত। দলগুলো হলো- বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের জন্য ৩২টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। তবে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত দল ৩টি কোনো আসনে ছাড় পায়নি।
বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টিকে (জাপা) ২৫টি এবং শরিক দলগুলোর জন্য ৫টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ওয়ার্কার্স পার্টিকে ২টি, জাসদকে ৩টি এবং জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু) একটি আসন দেওয়া হয়েছে।
এর আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণার কথা থাকলেও ২৯৮টি আসনে দলীয় প্রার্থী দেয় আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী দেয়নি দলটি। সব মিলিয়ে জাপা ও শরিকদের জন্য ৩২টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীনরা। ছেড়ে দেওয়া আসনগুলোতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা থাকবেন কি-না জানতে চাইলে বিপ্লব বড়ুয়া বলেন, ‘অন্য কোনো দল বা প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমাদের নেই।’