রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়ার সাধারণ সম্পাদক রুমেল গ্রেপ্তার কুলাউড়ায় জামায়াতের নতুন আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ কুলাউড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলাউড়ায় প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত ফুটপাত, মানুষের স্বস্তি  জলবায়ু সম্মেলনে আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুর করিম ময়ুন, সদস্য এম নাসের রহমান,এড.আবেদ রাজা কনস্টেবল নিয়োগ পরীক্ষা উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতি সভা কুলাউড়ায় বিনা লাভের বাজার কার্যক্রম শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল নেতা প্রবাসী সাজ্জাদ মুন্নাকে গেপ্তারের প্রতিবাদে কুলাউড়ায় ছাত্রদলের মিছিল ও প্রতিবাদ সভা

কুলাউড়ায় নদী রক্ষা কমিটির সভা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক রিনাত ফৌজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনের কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকার ২০১৪ সালে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করে।

তিনি, আরো বলেন, কমিশন গঠনের পরই নদী রক্ষায় নব্যতা, অবৈধ দখল ও দূষণ নিয়ে কাজ শুরু হয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন নদনদীর অবৈধ দখলমুক্ত ও খনন কাজ শুরু করা হয়েছে। মৌলভীবাজারের মনু নদীর বাঁধ বালুর বস্তার পরিবর্তে ব্লক দিয়ে কাজ শুরুর জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। হাকালুকি হাওরকে উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করাসহ স্থানীয় নদনদীর সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভায় হাকালুকি হাওরসহ বিভিন্ন নদনদীর সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও মমদুদ হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, সিএনআরএসের তৌহিদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাকিব উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান স্থানীয় বিভিন্ন অংশীজনদের দেওয়া সুপারিশ বাস্তবায়ন হলে কুলাউড়ার জনগণ উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপজেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাশেষে উপপরিচালক রিনাত ফৌজিয়া মনু নদী পরিদর্শন করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh