প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ৩৭ সদস্যের মন্ত্রীসভার আকার বাড়তে যাচ্ছে। এই মন্ত্রীসভায় যুক্ত হতে যাচ্ছেন আরও কয়েকজন সদস্য। মন্ত্রীসভায় যারা যুক্ত হবেন আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্ধিত এই মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান, সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের বোন শামসুন্নাহার চাঁপা, ডা. রোকেয়া সুলতানা, নাহিদ ইজাহার খান এমপি, সাবেক ডেপুটি স্পিকার নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার। চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম, রাজশাহী-৫ আসনের এমপি আব্দুল ওয়াদুদ দারা। এছাড়াও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন সাবেক রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুঁইয়া।
বর্তমান মন্ত্রীসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।