বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা কুলাউড়ায় কাদিপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন সম্পন্ন, সভাপতি করিম -সম্পাদক সুলেমান বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২৫ হাজার কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি কুলাউড়ায় যুবলীগের সহ সভাপতি রূহুল আমিন আটক ফেনী ও নোয়াখালীর বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরা হলো জলবায়ু সম্মেলনে কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা- ১৪ টি যানবাহন জব্দ  বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত কুলাউড়ার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে কাজ করতে হবে – এমপি নাদেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে আমি মনে করি কুলাউড়া উপজেলা প্রশাসনের সব ক্ষেত্রে কর্মকর্তারা অনেক আন্তরিক। সবাই একসাথে কর্মপরিকল্পনা গ্রহন করে কাজ করলে কুলাউড়াকে বাংলাদেশের মধ্যে অন্যতম আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো। জনসেবায় সরকারী প্রতিষ্ঠানগুলোকে স্মার্ট হয়ে কাজ করতে হবে। শুধু অবকাঠামো নির্মাণই স্মার্টনেস নয়, সুন্দর অবকাঠামোতে মানুষকে সর্বোচ্চ সেবা দেয়াই হচ্ছে কর্মকর্তাদের স্মার্টনেস, মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ২৩ মে (বৃহস্পতিবার) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সভায় উপজেলার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হওয়ার লক্ষ্যে আলোচনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও: ফজলুল হক খান সাহেদ এঁর সভাপতিত্বে ।
সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো জসিম উদ্দিন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, এলজিইডি কর্মকর্তা তারেক বিন ইসলাম, হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা: জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা ডা: সুলতান আহমদ,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (অতি:) নিবাস চন্দ্র পাল , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মোহসিন, সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারসহ প্রত্যেক বিভাগের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুহিবুল ইসলাম আজাদ, আকবর আলী সোহাগ, খলিলুর রহমান, আজির উদ্দিন মনির, মোসাদ্দিক আহমদ নোমান, সৈয়দ একেএম নজরুল ইসলাম, আব্দুল মালিক, খোরশেদ আলম খাঁন সুইট প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh