ইউরোপীয় নির্বাচনের ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দলের ভরাডুবির কারণে সংসদ ভেঙে দিয়ে, আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । আগামী ৩০ জুন এবং ৭ জুলাই ফ্রান্সের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অভিবাসন বিরোধী মারিন লো পেন ক্ষমতায় সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে ।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পাওয়া কট্টর ডানপন্থী নেত্রী মারিন লো পেনের দলের (Rassemblement National) প্রেসিডেন্ট জগদান বাগডেলা রবিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের কাছ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার অনুরোধ জানান। পরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এলিসী প্রাসাদ থেকে এক বক্তব্যে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন । এ সময় তিনি বলেন, ইউরোপীয় এই ভোটের ফলাফল “ইউরোপীয় ইউনিয়ন রক্ষাকারী দলগুলির জন্য একটি ভাল ফলাফল নয়” । জাতীয়তাবাদীদের উত্থান আমাদের জাতির জন্য একটি বিপদ।
এছাড়াও তিনি ফ্রান্সের শান্তি এবং সম্প্রীতির জন্য আগামী ৩০ জুন এবং ৭ জুলাই জাতীয় নির্বাচনে তার দলকে ব্যাপকভাবে ভোট দেওয়ার আহবান জানান।