বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবির গ্রেপ্তার কুলাউড়ায় হিউম্যানিটি রক্তদান সংস্থার শুভ সূচনা কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্ঠিত কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মখলিছ মিয়া কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ‘ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন মৌলভীবাজার জেলা শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ কুলাউড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ৮ জনের বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ

বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও বন্যার্তদের খাবার বিতরণ করেছেন ড.সাইফুল আলম চৌধুরী পরিবার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, বন্যা আক্রান্ত দু:স্থ অসহায় মানুষের মাঝে দুপুরের খাবার বিতরন ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, যুক্তরাজ্য জিয়া পরিষদের সভাপতি ও কুলাউডা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ২৪ জুন (সোমবার) কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর উনার গ্রামের বাড়িতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সহ-সভাপতি মতিউর রহমান(সেফুল), বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ চৌধুরীর সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মুহিত সোহেল , কুলাউড়া উপজেলা বিএনপির নেতা আব্দুর নুর চৌধুরী হীরাপ্রমুখ। পরে এক ভিডিও বার্তায় ড.সাইফুল আলম চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকে। আজ বাংলাদেশ ভালো নেই। দেশ নায়ক তারেক রহমান মানুষকে ভালো থাকার স্বপ্ন দেখিয়েছেন। দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ এই সরকার মেরে ফেলার চক্রান্ত করছে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অতিদ্রুত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সু-চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানাই এবং উনার আশু রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চাই। আমাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর আমরা বন্যার্তসহ অসহায় মানুষদের রান্না করা ও শুকনো খাবার পরিবেশন করে থাকি যারা বাড়িতে আসতে পারবে না স্বেচ্ছাসেবক দিয়ে তাদের বাড়ি পৌছাই এবার ও আমরা গত ২৩ জুন থেকে শুরু করেছি আমাদের খাবার বিতরণ কর্মসূচী চলমান থাকবে আমাদের বাবার প্রচলিত নিয়ম ধারাবাহিক ভাবে চলমান রয়েছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এ ছাড়াও আমরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছি । পরে মোনাজাত পরিচালনা করেন হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও: হারিস উদ্দিন আহমদ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh