প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে বলেছেন, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।
পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সেনা সদর দপ্তরে বৈঠকে উপস্থিত ছিলেন। অধ্যাপক আসিফ নজরুল, জামাতের আমীর ডা শফিকুর রহমান, বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু জুনায়েদ সাকি ছিলেন । তবে আওয়ামী লীগের কেউ ছিলেন না ।