বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুলাউড়ায় বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ, ১৫ দিন ধরে গৃহবন্দি প্রবাসী পরিবার কুলাউড়া হাসপাতালের নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন কাতারে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম পূর্ণাঙ্গ কমিটিতে কুলাউড়া পৌর ছাত্রদল নেতা রাজ ও ইব্রাহিম কাতারে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম পূর্ণাঙ্গ কমিটি গঠন কুলাউড়ার মনসুর কাল আসছেন মুফতি আমির হামজা কুলাউড়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ গাড়িতে গৃহস্থালী কাজের ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মৌলভীবাজারে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষন করলেন প্রবাসী মাহমুদ আলী গাজী মারুফের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

বাংলাদেশ একটি পরিবার, আমরা একসাথে চলতে চাই: ড.ইউনূস

ফারজানা আহমেদ
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

নোবেলজয়ী ড. ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার মানে নিজের পরিবর্তন। এই দেশ নতুন করে তরুণেরা স্বাধীন করেছে। তোমরা তোমাদের ইচ্ছেমতো গড়ে তোলো। তোমাদের দেখে বিশ্ব শিখবে।’

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তরুণদের সৃজনশীলতা প্রকাশ করার আহ্বান জানান ড. ইউনূস।

ইউনূস বলেন, ‘সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের আস্থা নেই। যেখানেই সুযোগ যায়, সেখানেই শোষণ হয়। এটা সরকার হতে পারে না। নতুন করে যে সরকার হবে, তা মানুষকে রক্ষা করবে। মানুষের আস্থাভাজন হবে। তাহলে মানুষও আমাদের সঙ্গে যোগ দেবে।’

এই নোবেলজয়ী বলেন, ‘বাংলাদেশ একটি পরিবার। আমরা একসাথে চলতে চাই।’

এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাত ঘটছে, হামলা হচ্ছে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘এগুলো ষড়যন্ত্রের অংশ। আমাদের কাজ এগুলো রক্ষা করা। শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা আমাদের কাজ। আমাদের যাত্রার শত্রু এসব ষড়যন্ত্র।’

‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন হতে হবে যাতে করে আমরা নিশ্চিত থাকতে পারি।’

ইউনূস বলেন, ‘আমার ওপর আস্থা রেখে ছাত্ররা আমাকে আহ্বান জানিয়েছে, আমি সাড়া দিয়েছি। আমার ওপরে বিশ্বাস ও ভরসা রাখুন, তাহলে দেশের কোথাও কোনো জায়গায় হামলা হবে না। আমার কথা যদি আপনারা না শোনেন তাহলে আমাকে বিদায় দেন। প্রয়োজন মনে হলে আমার কথা শুনতে হবে। আমার প্রথম কথা, বিশৃঙ্খলা ও সহিংসতা থেকে দেশকে রক্ষা করুন।

‘আমরা আমাদের দেশের সকল সম্ভাবনা নষ্ট করে ফেলেছি। এটাকে আবার তৈরি করতে হবে। সবাইকে অনুরোধ, আমরা পরিবার। আমরা একযোগে একসাথে চলতে চাই। আমাদের সেই সুযোগ দেন। আমাদের দিকে সবাই তাকিয়ে আছে। পৃথিবী অবাক হয়েছে ছাত্রদের কাণ্ডে।’

তিনি বলেন, ‘আজ থেকে শুরু, দ্রুত এগিয়ে যেতে পারব।’

এরআগে দুপুর ২টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh