সাবেক মন্ত্রী ডা. দিপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, ‘এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।’
ডিএমপি সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তবে শেখ হাসিনা সরকারের উচ্চপদস্থ হিসেবে ঢাকার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।