মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত স্থানীয় পালকি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ শতাধিক জামায়াতকর্মী অংশগ্রহণ করেন।
কুলাউড়া উপজেলা জামায়াতের আমির মো: আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মুন্তাজিমের পরিচালনায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে
প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা আমির ইন্জিনিয়ার শাহেদ আলী।
এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক মৌলভীবাজার জেলা আমির মো: আব্দুল মান্নান, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো: ইয়ামির আলী প্রমুখ।