চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুলাউড়ার সাধারণ শিক্ষার্থী ও জনতা।
২৭ নভেম্বর (বুধবার) বিকেলে কুলাউড়া দক্ষিণ বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রজনতা। পরে তারা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে এসে বক্তব্যর মাধ্যমে শেষ করেন। এ সময় তারা ইসকনকে উগ্রবাদী ও জঙ্গি সংগঠন উল্লেখ করে সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
শিক্ষার্থী জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সাংবাদিক মো: মহি উদ্দিন, শরীফ আহমদ, শিক্ষার্থী সায়েম আহমদ লিংকন, ছয়ফুল ইসলাম, রক্তদান সংস্থার প্রতিনিধি আব্দুল মজিদ, এ ছাড়াও উপস্থিত ছিলেন, এটি এম সুলেমান আহমদ, সাংবাদিক রুবেল বক্স পাবেল, সামসু উদ্দিন বাবু, ইব্রাহিম আলী, ছাত্র প্রতিনিধি রিয়াদ আহমদ, আদনান চৌধুরী, নাহিদুর রহমান সাইদুল ইসলাম, ফয়েজ আহমেদ,
সাকেল আহমদ, আরিয়ান রিয়াদ
রায়হান আহমদ, শেখ বদরুল ইসলাম রানা সাদিম আশরাফ প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গি সংগঠন ইসকনের কথিত নেতাকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে। সেখানে কিছু ইসকনের সদস্যরা আমার ভাই সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেছে। অতি দ্রুত হত্যাকারীদের বিচার চাই এবং ইসকন সংগঠনটির নিষিদ্ধের দাবি জানাই।’