মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যুবতীকে কু’পি’য়ে আহত কুলাউড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী মঙ্গলবার, চলছে প্রস্তুতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা কায়ছল কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শুভসংঘের ঈদ উপহার কুলাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এড. আবেদ রাজা কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান ঈদ শুভেচ্ছা জানিয়েছেন  ব্যবসায়ীসহ সর্বস্থরের নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সজল নেতাকর্মীসহ কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মহিউদ্দিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শকু

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে কুলাউড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

 

মহি উদ্দিন রিপন : ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে হামলা এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গী গোষ্ঠীর হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে। সবশেষে এক সংক্ষিপ্ত সমাবেশ পৌর শহরের স্টেশন চৌমুহনীতে অনুষ্ঠিত হয়। এসময় “দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা” ভারত বিরোধী নানা স্লোগান সহকারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিল।
সমাবেশে বিএনপি নেতা সুফিয়ান আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী ও রেদোয়ান খান। মিছিলে অংশ নেন বিএনপি নেতা চেয়ারম্যান আজিজুর রহমান মনির, এম এ মজিদ, কমর উদ্দিন আহমদ কমরু, আলমগীর হোসেন ভুঁইয়া, আব্দুল মন্নান, ইসহাক আহমদ চৌধুরী ইমরান, মো. সিরাজ মিয়া, মইনুল হক বকুল, আব্দুল মোক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন, সরোয়ার আলম বেলাল,শামীম আহমেদ, বদরুল হোসেন খান, শেখ শহীদুল্লাহ, আব্দুল মুক্তাদির মনু, কাওসার আহমদ নিপার, আব্দুল মুহিত বাবলু, হারুনুর রশীদ, কায়ছার আরিফ, জহিরুল হোসেন খসরু, জুবের খান, আলমাছ পারভেজ তালুকদার, সুরমান আহমদ, মো. মুক্তার মিয়া, আব্দুর রহিম আলো, সিরাজুল ইসলাম রাজন, ছাত্রদল নেতা কাওসার আহমদ বাপ্পু, সুলতান আহমদ টিপু, সাইফুর রহমান, তানজীল খান, আতিকুল ইসলাম, সালমান হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার ভারতকে হাত করে এদেশে ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করেছে। ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে বাংলাদেশ কে অশান্ত করতে নেপথ্যে থেকে তারা ইসকনকে মদদ দিয়ে নানা চক্রান্ত করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তারা আরো বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক আইন লঙ্গন করায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকি সম্মুখীন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকল রাজনৈতিক দল, সাধারণ মানুষ ও ছাত্র-জনতা আজ ঐক্যবদ্ধ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh