মৌলভীবাজারের কুলাউড়ায় তিন প্রবাসী রাজনৈতিক ব্যক্তির সাথে মতবিনিময় করেছে কুলাউড়া উপজেলা যুবদল। ১৫ ডিসেম্বর রোববার রাতে কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হারুনুর রশীদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপারের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, জিসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী কায়ছুল ইসলাম ও ফ্রান্স যুবদল নেতা আবু বকর৷
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, সদস্য মুক্তার আহমদ, নাসির আহমদ, হেলাল আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, শেখ সুমন, সদস্য গৌছ মিয়া, আব্দুল মতলিব, মোশাররফ হোসেন,
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব গিয়াস মোল্লা, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম রিয়াদ, মোজাম্মেল হক অপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুহিতুর রহমান মুহিত, যুগ্ম আহবায়ক বাছিত আহমদ ও আব্দুর রব শামু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার মহি উদ্দিন রিয়াদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, প্রবাসী যুবদল নেতা আব্দুল ওয়াদুদ খোকন,
ভূকশিমইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া আলম মিতুল, উপজেলা ছাত্রদলের সাজু, নাকিব, তাহসিন, শাহনেওয়াজ, এহসান রাফি, ইকবাল হোসেন লিমন,উপজেলা সংগ্রামী দলের আহবায়ক শেখ হারুন, সদস্য রেদোয়ান আহমেদ।