জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মৌলভীবাজার জেলা জিসাসের আহবায়ক দেলোয়ার হোসেন তরফদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলী আহসান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা। প্রধান বক্তা ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক কায়ছল ইসলাম ও মডেল শিমু আক্তার লিজা, দপ্তর সম্পাদক এম. সায়েম উদ্দিন সিয়াম, মৌলভীবাজার জেলা জিসাসের সদস্য সচিব এড. বিল্লাল হোসেন।