মৌলভীবাজার জেলা ব্যাপি প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এরই অংশ হিসেবে কুলাউড়া ও ইসলামিক সোসাইটির উদ্যোগে ৭৫২ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে”প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা-২৪” সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর (শনিবার)সকাল ১১টায় মৌলভীবাজার ইসলামিক সোসাইটির উদ্যোগে জেলার সকল উপজেলাসহ কুলাউড়ায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ১৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণি ৪৪৭ ও অষ্টম শ্রেণির ৩০৫ সহ মোট ৭৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখার জন্য ২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
পরীক্ষা কেন্দ্র থেকে অভিভাবক সাকেল আহমদ বলেন, প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা আমার কাছে ভালো লেগেছে। এতো সুন্দর সুশৃঙ্খল ভাবে পরীক্ষা গ্রহন আমরা খুবই কম দেখি আমরা চাই এরকম পরীক্ষা প্রতিবছর ধারাবাহিক ভাবে চলমান থাকুক।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনুর রশিদ, সোসাইটির জেলা সমন্বয়ক মোঃ ইয়ামীর আলী, কুলাউড়ার পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির পরিচালক অধ্যাপক আব্দুল মুন্তাজিম।
পরীক্ষা পরিচালনা সদস্য সচিব মো: শফিক মিয়া, সদস্য মো: ফখর উদ্দিন, মনসুর আহমদ তালুকদার, রুহুল আমীন, আব্দুল কাইয়ুম, সাব্বির মো: রুনু, মাও তরিকুল ইসলাম খান প্রমুখ।
এ ছাড়াও সকাল সাড়ে ১১ টায় পরীক্ষা পরিদর্শন করেন বেলাল আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম খান, রুহুল আমীন রইয়ব, সাংবাদিক নাজমুল বারী সুহেল, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন প্রমুখ।