বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় লংলা কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুণর্মিলনী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুলাউড়ায় এনসি স্কুলের ১১৬ বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন কুলাউড়ায় ইসলামিক সোসাইটির প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা – ২৪ সম্পন্ন কুলাউড়ায় সাংবাদিকসহ পাঁচ প্রবাসীকে সংবর্ধনা দিল প্রেসক্লাব কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই কুলাউড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জিসাস কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময়

কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মধ্যপ্রাচ্যের দেশ কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করার জন্য কাতার প্রবাসী কমিউনিটি নেতা ফজলুল করিমকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির মাধ্যমে গত ২৬ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় কফি শপ রেষ্টুরেন্টে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক কমিটির সভায় আহবায়ক ফজলুল করিম স্বাক্ষরিত নতুন আংশিক কমিটি ঘোষনা করেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা মো. শাহাজান মিয়া। নবগঠিত কমিটির সভাপতি হলেন বিশিষ্ট বাঙালি কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল মামুন রেনু, সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক ও সাংগঠনিক সম্পাদক শাহ মো. আমির উদ্দিন।
সভায় সংগঠনের আহবায়ক ফজলুল করিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আশরাফুল আলম চৌধুরী জাহাঙ্গীর, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, সংগঠনের যুগ্ম আহবায়ক মকবুল মিয়া, সদস্য সচিব কয়েছ আহমদ। এছাড়া সংগঠনের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিগত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাতারে বসবাসরত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সমন্বয়ে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন ‘কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’। প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যানে অবদান রাখার মহৎ উদ্দেশ্যে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি দীর্ঘদিন থেকে কুলাউড়ার আর্ত-মানবতার সেবায় কল্যাণকর কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh