১৯০৯ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এক মিলন মেলার আয়োজন করছে। এতে বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উৎসব সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। উৎসব অনুষ্ঠানের সূচী প্রকাশসহ ব্যাপক আয়োজন নিয়ে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ১১৬ বছর উদযাপন কমিটির দায়িত্বশীলরা। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব সফল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মো. এনামুল ইসলাম।
অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে বিস্তারিত তুলে ধরেন নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক সুফিয়ান আহমেদ। এসময় বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টু ও রেজাউল আলম ভূঁইয়া খোকন, অর্থ উপ-কমিটির সদস্য সুরমান আহমেদ, শৃঙ্খলা উপ-কমিটির সদস্য ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদ, রেজিস্ট্রেশন উপ-কমিটির আহবায়ক জহিরুল ইসলাম এশু, আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক কাওছার আহমদ বাপ্পু, কনসার্ট উপ-কমিটির আহবায়ক মাসুদ রানা, মিডিয়া উপ-কমিটির সদস্য নাজমুল বারী সোহেল, আশিকুল ইসলাম বাবু প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী দিনে প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পপতি, ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র আজম জে চৌধুরী। সকালে কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণ থেকে শুরু হওয়া আনন্দ র্যালীর উদ্বোধক থাকবেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র মোঃ মোকাব্বির হোসেন। ওই অধিবেশনে বিভিন্ন ব্যাচের স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। তৃতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মাইনুল আহসান নোবেল, স্থানীয় শিল্পীসহ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রদের ব্র্যান্ড প্লাটফর্ম-৩, জানকাস ও বাফারিং দল। পুনর্মিলনীতে ইতোমধ্যে ২৫৯৮ শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এই অনুষ্ঠানের ব্যয় বাবদ বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা।
আয়োজকরা ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা বলেন, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং আছেন। প্রতিষ্ঠার পর থেকেই স্কুলের পুরোনো স্মৃতিগুলো আমাদের হ্নদয়ের সঙ্গে মিশে আছে। ১১৬ বছরের এ উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গন নবীন প্রবীনদের মিলন মেলায় পরিণত হবে। এতে উচ্ছ্বসিত রয়েছেন সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
উদযাপন অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক সুফিয়ান আহমেদ বলেন, অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলায় ৬ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন, ট্রাফিক এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ১০০ জন স্কাউটদের সমন্বয়ে গঠিত একটি স্কাউট স্কোয়াড। এছাড়া পুরো বিদ্যালয় এলাকা সিসি টিভি দ্বারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হবে। বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন ও ঝুঁকিপূর্ণ ১৩টি স্থানে ৩৬জন স্কাউট নিরাপত্তায় ও শৃঙ্খলায় কাজ করবে।
উদযাপন কমিটির আহবায়ক মো. এনামুল ইসলাম বলেন, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দীর্ঘ প্রতিক্ষার পর ১১৬ বছর পূর্তি উৎযাপন করবে আগামী ৪ জানুয়ারি। এই বিদ্যালয় থেকে পড়াশুনা করে অনেকে আজ সুপ্রতিষ্ঠিত হয়ে দেশের বড় বড় দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টি লেখাপড়া-খেলাধুলায় সকল ক্ষেত্রেই সাফল্য অর্জন করেছে। এই অনুষ্ঠানে প্রবাসে থাকা বিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থীরাও অংশ নিবেন। তিনি আরো বলেন, আমাদের এই অনুষ্ঠান কোন রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমাদের নির্ধারিত কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই শুধু আমন্ত্রিত অতিথি, সাংবাদিকরাই এখানে অংশগ্রহণের সুযোগ পাবে। এ অনুষ্ঠানকে সফল করতে আমাদের ১৪টি উপ কমিটি গঠন করা হয়েছে। উক্ত আয়োজন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।