মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন মাঠে ২০ তম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল ১১ জানুয়ারি এই তাফসীর মাহফিলে বয়ান পেশ করবেন জনপ্রিয় ইসলামিক স্কলার হাফেজ মুফতি আমিরা হামজা (কুষ্টিয়া) ।
তাফসীর মাহফিল উপলক্ষে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃপক্ষ ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। মাহফিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আয়োজক কমিটির সভাপতি সাইফুর রহমান জানান, দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়েও প্রশাসনিক বাধায় গতবারও আমাদের তাফসীরে উপস্থিত হতে পারেননি জননন্দিত ইসলামিক স্কলার হাফিজ মুফতি আমির হামজা। ইনশাআল্লাহ সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় বারের মতো সফরে কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে আগামীকাল উপস্থিত থাকবেন তিনি। ওইদিন তাঁর বয়ান শুনতে কুলাউড়ার আশপাশের উপজেলা থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হতে পারে। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ১১ জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন মাঠে মাহফিল শুরু হবে। ওইদিন বিকাল ৪ টা পর্যন্ত মাহফিল চলবে। জোহরের নামাজের পর মুফতি আমির হামজার বয়ান শুরু হবে। মাহফিল পরিচালনা কমিটির অন্যতম সদস্য জাহিদ আহমদ ফেরদৌস জানান, এবার স্মরণকালের সবচেয়ে বড় তাফসীর মাহফিল আয়োজন করা হয়েছে। মাহফিল উপলক্ষে ইতিমধ্যে কুলাউড়া পাশাপাশি রাজনগর , জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করানো হয়েছে।
পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।