মৌলভীবাজার জেলা জাতীয়বাদী ফোরাম কাতারের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৩ জানুয়ারি কাতারের রাজধানী দোহার স্থানীয় একটি রেষ্টুরেন্টে কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে ফয়ছল আহমদকে সভাপতি, মো. সেলিম খানকে সাধারণ সম্পাদক ও আব্দুল ওয়াদুদ খোকনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমান উদ্দিন রাজ প্রচার সম্পাদক ও ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলীকে দপ্তর সম্পাদক মনোনীত করা হয়।
এক প্রতিক্রিয়ায় কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক বলেন – দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এঁর নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্র-সৈনিকের ভূমিকা পালন করেছে। প্রবাসে থেকেও অনেক ছাত্রদলের নেতাকর্মী পতিত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো ইমান উদ্দিন রাজ ও ইব্রাহিম আলী তাদের মধ্যে অন্যতম যোদ্ধা। সম্প্রতি জুলাই-আগস্ট মাসের আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ছিল নজিরবিহীন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকেই ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের সাথে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছে।