মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন কুলাউড়ায় ২৫ বছর থেকে বাগানমালীর দখলে থাকা কোয়ার্টার উদ্ধার নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনকে কুলাউড়ায় সংবর্ধনা কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন সিলেট উইমেন চেম্বারের দুই দিনব্যাপী পিঠা উৎসব সমাপ্ত কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উদযাপন  কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো নারীর, গ্রেপ্তার ১ শোভাযাত্রার মাধ্যমে কুলাউড়ার লংলা কলেজের দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু মৌলভীবাজারে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী কুলাউড়ায় ৩০ বছর পর এম এ গনি আদর্শ কলেজে ডিগ্রী স্থরের অনুমোদন

সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই- কুলাউড়ায় জেলা প্রশাসক ইসরাইল হোসেন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেছেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজে অপরাধ মূলক কর্মকান্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। তাই ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে এতে করে শরীর মন সুস্থ থাকবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না।খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। আজকের এখানে যারা বিজয়ী হয়েছে আমি আশা রাখি জেলায়ও এরকম কুলাউড়া উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া সরকারি কলেজ মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায়
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু । এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার, ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, কমিটির সদস্য আব্দুল সালাম , সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, ক্রীড়া সংগঠক খন্দকার আফজল হোসেন, সাংবাদিক মহি উদ্দিন রিপন, কমিটির সদস্য কাওছার আহমদ বাপ্পু, আদনান চৌধুরী, ময়নুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদুর রহমান, আরমান আহমদ, শেখ রানা, জাকির আহমদ, আরিয়ান রিয়াদ প্রমুখ।

উল্লেখ্য, টুর্নামেন্টে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভা অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন হয়েছে বরমচাল ইউনিয়ন ও রানার্সআপ হয় কর্মধা ইউনিয়ন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh