শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া পৌর প্রশাসকের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহে ব্যাপক সাড়া ফেলেছে পাড়া মহল্লায়  কুলাউড়ায় ভূমি অফিসের ২ কোটি টাকার দখলকৃত জায়গা উদ্ধার চালু হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর কুলাউড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কয়েছ গ্রেপ্তার কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ ৫ জন গেপ্তার কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে কুলাউড়া বরমচালে ফ্রেন্ডস ক্লাবের কমিটি গঠন, সভাপতি আসাদ – সম্পাদক খালেদ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচিত “খসরু-সুয়েব”পরিষদের অভিষেক ৫ মে

কুলাউড়ায় মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় নীতিমালার তোয়াক্কা না করে কৃষি জমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছেন ইটভাটা মালিকসহ বাসাবাড়ির মালিকরা। ফলে হাজার হাজার একর কৃষি জমি উর্বরতা হারাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে আলী আহমদ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্র্যাম্যমান আদালত। ২৭ জানুয়ারি দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন। এসময় ওই এলাকায় মাটি কাটার সাথে জড়িত শ্রমিকরা এসিল্যান্ডের গাড়ি দেখে দৌড়ে পালায়। অভিযানে সহায়তা করেন কুলাউড়া থানা পুলিশের একটি দল।

দন্ডিত ব্যক্তি আলী আহমদ বলেন, রোকন আহমদ নামের এক ব্যক্তির মালিকানাধীন এক্সেভেটর মেশিন আমি চালাই। সেই গাড়ি দিয়ে কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও বাসাবাড়ির ভিটে ভরাটের জন্য সরবরাহ করা হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহরুল হোসেন বলেন, অভিযানকালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ইতিমধ্যে অবৈধভাবে মাটি কাটার  বিভিন্ন অভিযানে ৬টি ট্রাক জব্দ ও হাজীপুরে এক ইটভাটা মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ বিধ্বংসী এমন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, গত ১৭ জানুয়ারি কুলাউড়ার চাতলগাঁও এলাকায় মালিকানাধীন জমি ব্যবহার করে জোরপূর্বক মাটি পরিবহন করার বিষয়ে প্রতিবাদ করায় মাটি বিক্রি সিন্ডিকেট চক্রের হোতা ওই এলাকার বাসিন্দা হানিফ মিয়ার ছেলে মাহবুবুর রহমান ঝিনুক পৌরসভার মধ্য চাতলগাঁও এলাকার বাসিন্দা হুমায়ুন কবির পায়েল (৩৮) কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এলোপাতাড়ি কুপের কারণে পায়েলের বাম হাত ও পা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে পায়েল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, যারা জমির মাটি বিক্রি করছেন আর যেসকল ইটভাটায় মাটি যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত অভিযান পরিচালনা করছেন। বিশেষ করে চাতলগাঁও এলাকায় মাটি পরিবহনকে কেন্দ্র করে এক যুবক আহত হওয়ার ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh