শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া পৌর প্রশাসকের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহে ব্যাপক সাড়া ফেলেছে পাড়া মহল্লায়  কুলাউড়ায় ভূমি অফিসের ২ কোটি টাকার দখলকৃত জায়গা উদ্ধার চালু হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর কুলাউড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কয়েছ গ্রেপ্তার কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ ৫ জন গেপ্তার কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে কুলাউড়া বরমচালে ফ্রেন্ডস ক্লাবের কমিটি গঠন, সভাপতি আসাদ – সম্পাদক খালেদ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচিত “খসরু-সুয়েব”পরিষদের অভিষেক ৫ মে

কুলাউড়ায় পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কেন্দ্রীয় কাজী সমিতির শীতবস্ত্র বিতরণ

মো. মহি উদ্দিন
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
oplus_0

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৮ জানুয়ারি বিকেলে উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর কাজী বাড়িতে কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী একেএম বদরুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও কুলাউড়া কাজী সমিতির আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। কেন্দ্রীয় কাজী সমিতির নির্বাহী সভাপতি কাজী মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা কাজী সমিতির সভাপতি জয়নুল ইসলাম জয়নুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কাজী সমিতির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ নেছারুল হক। প্রধান আলোচক ছিলেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব, জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় আহবায়ক কাজী মাওলানা সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা সামসুদ্দিন হেলালী, যুগ্ম মহাসচিব কাজী মাওলানা জাকির হোসেন, শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক, কাজী সমিতি বরিশাল বিভাগের সভাপতি কাজী মাওলানা ফারুক-ই-আজম, নরসিংদী জেলা সভাপতি কাজী মাওলানা আলতাফ হোসেন, চাঁদপুর জেলা সভাপতি কাজী মাওলানা ফজলুল কবির, কিশোরগঞ্জ জেলা সভাপতি কাজী মাসউদুল আলম হারুন, রংপুর বিভাগের নির্বাহী সভাপতি কাজী মাওলানা আব্দুস সালাম, কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী এম. এ মান্নান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা ওয়ালী উল্ল্যা রব্বানী, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল বাকী, রাজশাহী বিভাগের সভাপতি কাজী মাওলানা নুরুল আলাম। বক্তব্য দেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, এসময় মৌলভীবাজার জেলা, কুলাউড়া উপজেলাসহ বিভিন্ন উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী এ কে এম বদরুল হক জানান, কাজী সমিতির আয়োজনে বুধবার দিনব্যাপী শ্রীপুর এতিমখানা, কাজী বাড়ি ও সিরাজনগর চা-বাগানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সন্ধা ছয়টায় কেন্দ্রীয় কাজী সমিতির সাথে জেলা কাজী সমিতি ও কুলাউড়া কাজী সমিতির মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলার শরীফপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরআগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ গত বন্যায়ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে কাজী সমিতি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh