মৌলভীবাজারের কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে সমিতির কার্যালয়ে সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় সভায় সমিতির বার্ষিক আয় ব্যয় হিসাব ও সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট উপস্থাপন এবং সংশোধিত গঠনতন্ত্র উপস্থাপন ও আগামী নির্বাচন পরিচালনার জন্য প্রস্তাবিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নাম উপস্থাপন করা হলে উপস্থিত ব্যবসায়ীরা দীর্ঘ আলোচনা পর্যালোচনা করে তা অনুমোদন করেন।
এ সময় বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সিনিয়র সহসভাপতি হাজী রফিক মিয়া ফাতু, ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার আহমদ, খন্দকার আব্দুস সোবহান, ইসলাম উদ্দিন, সাংবাদিক খালেদ পারভেজ বখস, মোক্তাদির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সংবাদকর্মী ইউসুফ আহমদ ইমন, ব্যবসায়ী এম হাজির আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সমিতির আগামী চতুর্থ বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার লুৎফুর রহমানকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সাবেক সভাপতি হাজী চেরাগ আলী, সাবেক মেয়র আলহাজ শফি আলম ইউনুস, প্রভাষক সিপার আহমদ, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, হাজী বদরুল ইসলাম বদই, খন্দকার আব্দুস সোবহান ও দেব দুলাল চৌধুরী প্রদীপ। সভায় বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Related