কুলাউড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা ১৭ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হয়। কুলাউড়া ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো গোলাম আফসার, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সাধারন সম্পাদক শামীমআহমদ চৌধুরী, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির,উপজেলা জামায়াতে ইসলামি নায়েবে আমির জাকির হোসেন, মৎস্য অফিসার আবু মাসুদসহ বিভিন্ন দপ্তরের কমকর্তাগন উপস্থিত ছিলেন।