মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার দক্ষিণ লস্করপুর এলাকায় গৃহ পুন:র্নির্মাণের জন্য এক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন, উপজেলা শিবির সভাপতি আতিকুর রহমান তারেক প্রমুখ।