মহি উদ্দিন রিপন : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মাছুম রেজা ও যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট উপজেলার ফুলতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন আহ্বায়ক কমিটিতে আব্দুল গফুর সেলিম (প্রধান শিক্ষক) কে আহ্বায়ক ও ইউপি সদস্য ইনতিয়াজ গফুর মারুফ কে সিনিয়র যুগ্ন আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি সদস্য মাসুক মিয়া, ইউপি সদস্য স্বপন মল্লিক, মনছুর আলম বিপ্লব, জলিল মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, সজ্জাদ আলী, আব্দুল আলীম সেবুল, ইন্তাজ আলী।