বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যুবতীকে কু’পি’য়ে আহত কুলাউড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী মঙ্গলবার, চলছে প্রস্তুতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা কায়ছল কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শুভসংঘের ঈদ উপহার কুলাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এড. আবেদ রাজা কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান ঈদ শুভেচ্ছা জানিয়েছেন  ব্যবসায়ীসহ সর্বস্থরের নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সজল নেতাকর্মীসহ কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মহিউদ্দিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শকু

কুলাউড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

 

মহি উদ্দিন রিপন : মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শাহ জহুরুল হোসেন। পরে একে একে পুলিশ প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, জাসদসহ অন্যান্য সংগঠননের নেতৃবৃন্দরাও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া ভাষাসৈনিক রওশানা আরা বাচ্চুর সমাধিস্থলেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ৮টায় শহরে প্রভাতফেরি ও সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শাহ জহুরুল হোসেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নিবাস চন্দ্র পাল,  থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, পৌর আমির মো. রুহুল আমিন রইয়ব, বিএনপি নেতা মুরাদ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা লিংকন তালুকদার,নাহিদুর রহমান, আদনান চৌধুরী, ইব্রাহিম আলী ও মো. জাকির প্রমুখ।

সভাশেষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh