বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যুবতীকে কু’পি’য়ে আহত কুলাউড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী মঙ্গলবার, চলছে প্রস্তুতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা কায়ছল কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শুভসংঘের ঈদ উপহার কুলাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এড. আবেদ রাজা কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান ঈদ শুভেচ্ছা জানিয়েছেন  ব্যবসায়ীসহ সর্বস্থরের নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সজল নেতাকর্মীসহ কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মহিউদ্দিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শকু

কুলাউড়ায় ডাক বিভাগের সেবা নিয়ে অবহিতকরণ সভা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

 

কুলাউড়ায় ডাক বিভাগের সেবাসমূহ সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ডাক বিভাগের সিলেট পোস্টালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল মো. ছালেহ আহাম্মদ। বক্তব্যে তিনি ডাক বিভাগ আধুনিকায়নে উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ডাকঘরের সিলেট পশ্চিমাঞ্চলের পরিদর্শক মলয় কান্তি সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার তন্ময় দে চৌধুরী, প্রস্তাবক মো. ছয়ফুল ইসলাম রোকন মিয়া, প্রবীন সাংবাদিক সুশীল সেন গুপ্ত ও এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, জুড়ী টিএন খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ আহমদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক হেলাল আহমদ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলা জামায়াতের শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মছব্বির আলী প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh